উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৫২টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৮ মে। আজ বৃহস্পতিবার (২১ মার্চ) কমিশন সভা শেষে এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে তার সভাকক্ষে নির্বাচন কমিশনের ২৯তম সভায় এ সিদ্ধান্ত হয়।
নির্বাচন কমিশন জানায়, ১৫২টি উপজেলার ২২টিতে ভোট হবে ইভিএমে এবং বাকিগুলোতে ব্যালটে।
অশোক কুমার দেবনাথ জানান, প্রথম দফায় ১৫২ উপজেলা আট মে ভোট অনুষ্ঠানের পর দ্বিতীয় ধাপের ভোট হবে ২৩ মে। এরপর তৃতীয় ধাপ ২৯ মে এবং সর্বশেষ চতুর্থ ধাপের ভোট হবে পাঁচ জুন।
প্রথম ধাপের ১৫২ উপজেলার প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১৫ এপ্রিল। এরপর নির্বাচন কমিশন যাচাই-বাছাই করবে ১৭ এপ্রিল। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২২ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ হবে ২৩ এপ্রিল।
২২টি উপজেলায় ইভিএমে ভোট হবে জানিয়ে অশোক কুমার বলেন, এবার রঙিন পোস্টারে বাধা থাকছে না। আর সব মনোনয়নপত্র বাধ্যতামূলকভাবে অনলাইনে দাখিল করতে হবে।
দ্বিতীয় ধাপের ভোট ২৩ মে, তৃতীয় ২৯ মে, শেষ ধাপের ভোট ৫ জুন অনুষ্ঠিত হবে বলেও জানায় নির্বাচন কমিশন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।